বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরলের দিনাজপুর-মাহেরপুর সড়কের ফুলবাড়ী হাটে পাকা রাস্তা পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় বর্ষার পানিতে দিনের পর দিন উক্ত রাস্তাটি হাটু পানিতে ভরে থাকে। যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে হাটু পানির মধ্যে রাস্তাটি খাল খনন হয়ে যাওয়ায় প্রতি নিয়তেই ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। এ অবস্থা দ্রুত নিরসন না হলে ঘটে যেতে পারে বড় ধরণের ধুর্ঘটনা। এতে প্রাণ হানীর আসঙ্খা রয়েছে।
ফুলবাড়ী বাজারের মুল রাস্তা হওয়ার পরেও স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ গ্রহন করেননি। শুধু মাত্র একটি ড্রেন না থাকার কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলীর সাথে কথা হলে তিনি জানান, এখানে একটি পাকা ড্রেন দরকার। আমি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ড্রেনটি দ্রুত করার চেষ্টা চালাচ্ছি। তবে, স্থানীয় লোকজন একটু সহযোগীতা করলে জমে থাকা পানি বের করে দেওয়ার মতো ব্যবস্থা করা গেলে পথচারীদের যাতায়াতের কষ্ট লাঘব হতো।
এব্যাপারে এলাকাবাসী ও পথচারীরা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর সু-দৃষ্টি কামনা করেছেন।