কায়রো: প্রেমে প্রত্যাখাত হয়ে বান্ধবীকে খুন ৷ আর তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডেরই শাস্তি হল যুবকের ৷ শুধু তাই নয়, এই মৃ্ত্যুদণ্ড টিভিতে লাইভ দেখানোর বিষয়েও ইচ্ছে প্রকাশ করেছে আদালত ৷ ঘটনাটি ঘটেছে মিশরে (Egypt) ৷
ফাঁসিপ্রাপ্ত যুবকের নাম মহম্মদ আদেল ৷ বয়স ২১ বছর ৷ বিশ্ববিদ্যালয়েতে তার সহপাঠী বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আদেল ৷ সেই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় বান্ধবীকে খুন করে সে ৷ বিচারে আদেলের ফাঁসির আদেশই দিয়েছে মিশরের আদালত ৷
সংবাদসংস্থার খবর অনুযায়ী মিশরের মানসৌরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই যুবক ৷ খুন হওয়া বান্ধবী নায়েরাও পড়তেন ওই একই বিশ্ববিদ্যালয়ে ৷ তবে বিয়ের প্রস্তাব সরাসরি নায়েরা যে নাকচ করে দেবেন, তা ভাবতেই পারেনি আদেল ৷ রাগের বশে খুনই করে বসে সে ৷ এবার আদালতের পক্ষ থেকে পার্লামেন্টে আবেদন জানিয়েছে, যাতে আদেলের মৃত্যুদণ্ড টেলিভিশনে লাইভ সম্প্রচার করানোর ব্যবস্থা করা হয়। লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে এই কাজ থেকে বিরত রাখা।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় প্রেম! পালালো বউ! খুঁজে পেতে শহর জুড়ে পোস্টার স্বামীর!
যদিও এর থেকে বাঁচার কী উপায়, তা নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন আদেলের আইনজীবী ৷ এখনও হাতে দু’মাসের মতো সময় রয়েছে ৷ আদালতের এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানানোর কথা ভাবছেন তিনি ৷
Published by:Siddhartha Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egypt