বিয়ের প্রলভনে প্রেমিকাকে বাড়ীতে আনার পর সর্বস্ব লুট করে পলাতক প্রেমিক

বিয়ের প্রলভনে প্রেমিকাকে বাড়ীতে আনার পর সর্বস্ব লুট করে পলাতক প্রেমিক

বিয়ের প্রলভনে প্রেমিকাকে বাড়ীতে আনার পর সর্বস্ব লুট করে পলাতক প্রেমিক

স্টাফ রিপোর্টার : প্রেমের ফাদে ফেলে মুন্নি আক্তার (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সাগর নামে এক প্রতারক যুবক বিবাহিত হওয়া সত্তে¡ও বিয়ের প্রলভন দেখিয়ে তার বাড়ীতে আনার পর ঐ গার্মেন্টস কর্মিকে ঘরে আটক করে সোনা-দানা, টাকা পয়সাসহ সর্বস্ব নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যদিও স্থানীয়দের সহায়তায় গার্মেন্টস কর্মিকে উদ্ধার করলেও সাগর বা তার পরিবারের লোকজন পলাতক থাকায় কোন সুরাহাই মিলছিলোনা বিষয়টির।

এ নিয়ে ভুক্তভোগী ঐ তরুনী লোকলজ্জার ভয়ে তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার নাগপুর থানার দোপটিও ইউনিয়নের খাশভুগোল হাট গ্রামের বাড়িতে ফিরে যেতেও পারছিলেননা। এমনকি গাড়ির নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতেও গিয়েছিলো সে। ভুক্তভোগী মুন্নি আক্তার এর সাথে কথা বলে জানা যায় গত ১ বছর আগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষিপুর এলাকার মোশারফের ছেলে সাগর (২২) নামে এর সাথে মুঠোফোনে পরিচয় হয়। এরই পরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। তবে সাগরের বিবাহিত স্ত্রী থাকলেও এ বিষয়ে কোনদিনও জানতে পারেনি মুন্নি আক্তার।

এই বছরখানেক ধরেই সাগর বিভিন্ন অজুহাত দেখিয়ে ৫ থেকে ১০ হাজার করে প্রায়ই টাকা পয়সা হাতিয়ে নেওয়াসহ একাধীকবার শারিরিক সম্পর্কেও জড়িয়েছে তারা। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও মুন্নিকে বিয়ের প্রলভন দেখিয়ে সাগর তাদের লক্ষিপুরের বাড়ীতে আনার পর আবারো তারা শারিরিক সম্পর্কে জড়ায়। তবে আরো কয়েকদিন পরে তারা বিবাহ কররে মর্মে মুন্নিকে বুঝিয়ে তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। সর্বশেষ গত (৪ জুলাই) মঙ্গলবার একই ভাবে মুন্নিকে বিয়ের প্রলভন দেখিয়ে প্রতারক সাগর তার বাড়ীতে আসতে বলে।

একপর্যায়ে ঐ তরুনী সাগরের বাড়ীতে আসলে সাগর ও তার পরিবার মিলে তরুনির কাছে থাকা সোনাদানা ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে মুন্নিকে রুমে আটকে রেখে সকলেই পালিয়ে যায়। এদিকে ঐ তরুনির কান্নার আওয়াজ শুনে স্থানীরা তাকে উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, সাগর ও তার পরিবার মিলে বিভিন্ন তরুণীদের বিয়ের প্রলোভন দেখিয়ে এ ধরনের প্রতারনা দীর্ঘ দিন ধরেই করে আসছিলো। এমনকি সাগরের মা কালনি বেগম অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তারা পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Explore More Districts