স্থানীয় বাসিন্দারা বলছেন, আখখেতের বেড়ার যে বাঁশে জামালের লাশ ঝুলে ছিল, সেটির উচ্চতা মাত্র দুই থেকে আড়াই ফুট। এমন জায়গায় ঝুলে আত্মহত্যা করা প্রায় অসম্ভব।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে পাশের নগরকান্দা উপজেলার ঘোনাপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় জামালের। শুক্রবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে জামালের লাশ পাওয়া যায়।
জামালের স্ত্রী রোকেয়া আক্তার বলেন, ‘সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে গেলে দেখি, বাইরে শিকল লাগানো। পরে প্রতিবেশীরা দরজা খুলে দিলে দেখি, আমার স্বামীর লাশ উঠানে পড়ে আছে।’

