বিয়ানীবাজারে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিয়ানীবাজারে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিয়ানীবাজারে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদকসেবীর ছদ্মবেশে বিয়ানীবাজারের লাসাইতলা থেকে ১৫৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে থানা পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ধৃত মাদক কারবারি শিব্বির আহমদের বাড়ি উপজেলার লাসাইতলা এলাকায়। সে দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে যুক্ত। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা বড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ মাদকসেবী ছদ্মবেশে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। জব্দকৃত ১৫৫ পিস ইয়াবা বড়ির বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক বলেন, তার বিরুদ্ধে থানা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Explore More Districts