সেরা পাঁচে থাকা একমাত্র পুরুষ সংগীতশিল্পী ড্রেক। এই কানাডীয় র্যাপার আছেন ৪ নম্বরে। শুরুতে অভিনয় করতেন, তবে ২০১০, ২০১১ ও ২০১৩ সালে তিন অ্যালবাম দিয়ে বলা যায় রাতারাতি বিশ্বসংগীতে নিজের অস্তিত্ব জানান দেন তিনি। গত ১৫ বছরে হয়ে উঠেছেন তরুণদের অন্যতম প্রিয় শিল্পী।
অদ্ভুত পোশাক দিয়ে বারবার চমকে দেন তিনি। হালে অভিনয় দিয়েই বেশি আলোচিত। শৈশবটা কেটেছে নানা যন্ত্রণায়। গানে গানে সেসব ঘটনার অনেক কিছুই তুলে এনেছেন লেডি গাগা। তাঁকে বলা হয় পপ গানের রানি, ‘বিতর্কের রানি’ বললেও ভুল হয় না। তবে প্রতিভাবান এই খ্যাপাটে তারকা নিজের পারফরম্যান্স দিয়ে সব ভুলিয়ে দিয়েছেন বারবার। তিনি আছেন তালিকার পাঁচে।