ফরিদপুর সদর ও পৌর এলাকার বিভিন্ন মসজিদ পরিদর্শন করছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ। ঈদুল আজহার পর থেকে বিভিন্ন সময়ে তিনি কয়েকটি মসজিদ নির্মাণ ও উন্নয়নে অনুদান প্রদান করেছেন।
সোমবার (৩ জুলাই) তারই ধারাবাহিকতায় তিনি পৌরসভার ১১ নং ওয়ার্ডের আদমপুরে অবস্থিত নির্মাণাধীন পূর্বপাড়া জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে তিনি মসজিদের নির্মাণ সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তিনি কথা বলেন মসজিদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আফজাল মন্ডল এবং মসজিদের ইমাম মাওলানা মজিবর রহমানের সঙ্গে।
এ. কে. আজাদ এ সময় মসজিদের নির্মাণের জন্য অর্থ সহায়তা প্রদান করেন। পরে তিনি একই এলাকার কাজী বাড়ি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেও তিনি মসজিদের উন্নয়নে সহায়তা প্রদান করেন।
এরপর আসরের নামাজ আদায় করেন শহরের চুনাঘাটা মডেল জামে মসজিদে। সেখানে তিনি মুসল্লিদের খোঁজ নেন এবং মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের আহবান জানান। এ সময় তিনি মসজিদের উন্নয়নে অনুদান প্রদান করেন। পরে চুনাঘাটা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে সেখানে সৌদি আরব থেকে আগত ইসলাম প্রচারকদের তাবলীগ জামায়াতের বয়ানে অংশগ্রহণ করেন।
এ. কে. আজাদ তারপর শহরের শোভারামপুর জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে মসজিদের উন্নয়নে অনুদান প্রদান করেন।
এর আগে রোববার (২ জুলাই) শহরের টেপাখোলা জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে টেপাখোলা নিবাসী লেখক, কবি ও সমাজসেবক মরহুম আব্দুল লতিফ ভূঁইয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন এ. কে. আজাদ।