বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হলেন বিয়ানীবাজারের জয়নুল

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হলেন বিয়ানীবাজারের জয়নুল

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হলেন বিয়ানীবাজারের জয়নুল

মানবতার সেবায় বিভাগীয় শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সম্মেলন -২০২৩ইং এ শ্রেষ্ঠ (মানবিক) পদকে ভূষিত হয়েছেন।

 

বিয়ানীবাজার এর সন্তান মাহবুবুল আলম চৌধুরী (জয়নুল) তিনি করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই, রক্তদান, প্লাজমা সংগ্রহ এবং (কোভিড-১৯) আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন কাফন সম্পন্ন করা। তৃণমূলে মানবাধিকার প্রতিষ্ঠায় মফস্বল থেকে জেলা শহরে দক্ষ মানবাধিকার কর্মী গড়ার লক্ষ্যে কাজ করেন এবং সক্ষমতা অর্জন করেন। সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদান, অসহায় মানুষকে সংস্থার মাধ্যমে সু- চিকিৎসার সেবার ব্যাবস্থা করে দেওয়া, বাল্যবিবাহ,পারিবারিক বিরোধ মিমাংসা , নারী ও শিশু নির্যাতন বন্ধে অপ্রতিরোধ্য অবস্থান নিয়ে জাতীসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা পালন করায়। তৃণমূলে থেকে শুরু করে পুরো বিভাগেই মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কর্তৃক সিলেট বিভাগের আওতাধীন সকল জেলার প্রায় আট হাজার দুইশত এর অধিক মানবাধিকার কর্মীদের মধ্যে সেরা ৭ জনের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ১ম স্থান অর্জন করায় শ্রেষ্ঠ (মানবিক) পদকে ভূষিত হয়েছেন।

বিয়ানীবাজার উপজেলার সন্তান সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম চৌধুরী (জয়নুল) সকল মানবাধিকার কর্মী ও সকল নাগরিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মাহবুবুল আলম চৌধুরী বলেন- এই পদক আমার জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। এই পদক আমাকে অতীতের যেকোনো সময়ের চেয়েও বেশি কাজ করার উৎসাহী করে তুলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

Explore More Districts