বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সম্পাদক আব্দুল কাদের আজাদ এর সভাপতিত্বে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসনের দাবিতে আজ শনিবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরস্থ জনতা ব্যাংকের মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত এক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ফরিদপুর জেলা শাখার সদস্য নজরুল ইসলাম চৌধুরী ,সদস্য হাসানুজ্জামান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা গ্রাম-শহরের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা, পাট-চিনিকলসহ রাষ্ট্রায়াত্ব সকল বন্ধ শিল্প-কলকারখানা চালু, জাতীয় ন্যূনতম মুজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ এবং বেকার ভাতা দেয়ার দাবি জানান।