বিন্দুসার-পোলঘাটা সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ

বিন্দুসার-পোলঘাটা সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ

মোহাম্মদ সেলিম
টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের প্রধান সড়কের ৩টি স্থানে পৃথক পৃথকভাবে সড়কের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়ম ও দুর্নীতিতে অভিযোগে অভিযুক্ত সড়কগুলো হচ্ছে আব্দুল্লাপুর বাজারে যাওয়ার পথে সেতুর কাছ থেকে পানাম পোলঘাটা পর্যন্ত হচ্ছে একটি। অপরটি হচ্ছে

আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ ভবনের পর নাসিরের বাড়ি থেকে পুলিন্দারপাড় বটতলা বিন্দুসার বিবিআই কলোনি পর্যন্ত। আর অন্যটি হচ্ছে আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিমের বটতলা বিন্দুসার কালভার্ট থেকে রামিশা হিমাগার পর্যন্ত।

তবে এ্ সড়কের পরিধি খন্ডভাবে শেষ হয়েছে বেতকার খাল পর্যন্ত। এ সড়কের সংস্কার শেষ হলে মুন্সীগঞ্জ সদর থেকে বেতকা বাজার পর্যন্ত খুব সহজেই যাতায়াত করা যাবে। তবে এ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

দুর্নীতি ও অনিয়মের ঘটনায় এ সড়কে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। একাধিকবার গ্রামবাসী ও আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাঁধার মুখে ঠিকাদার নিম্নমানের সামগ্রী বদলাতে বাধ্য হয় বলে জানা গেছে। তারপরেও সুযোগ বুঝে ঠিকাদার এ সড়কের সংস্কার কাজে ব্যাপকভাবে দুর্নীতি ও অনিয়ম করেছেন বলে জোর অভিযোগ উঠেছে।

ঠিকাদারী শর্তবলীর নিয়মনীতি উপেক্ষা করে এ কাজের ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করায় ঠিকাদারের প্রতি স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ সড়কের প্রধান ঠিকাদার এ কাজের অংশটি আরেকজনের কাছে সাব ঠিাকাদার দিয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তার ফলে এ কাজের লাভের অংশ হাত বদলের কারণে এখানে নানা রকমের নিম্নমানের কাজ সড়কে করছেন বলে অভিযোগ উঠছে। একাধিক সূত্র মতে জানা গেছে ঠিকাদার শর্তবলিতে রয়েছে যে, এখানে ইটের কাজ করার পর রোলারের আগে সেখানে বালুর কাজ করার কথা। কিন্তু ঠিকাদার সেখানে নিম্নমানের ইট দিয়ে কাজ করেছেন। তাতে এখানে অনিময় ও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে এ সড়কের কাজে।

এদিকে এ পথের সড়ক সংস্কার করা হলেও সড়কে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি বলে গ্রামবাসী অভিযোগ করেছে। এ সড়কের দু’পাশে অনেক বসতি রয়েছে। বসতিদের বাড়িঘর আর রাস্তার উচ্চতা প্রায় সমান সমান। আবার কোথাও কোথাও বাড়িঘর উঁচুতে। আর রাস্তা তা থেকে নিচুতে। তাতে সামান্য বৃষ্টি হলেই বাড়ি ঘরের পানি উপচে রাস্তায় জমাট বাধার সম্ভাবনা রয়েছে। এর ফলে এ পিচের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

টঙ্গীবাড়ী এলজিইডি সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদেও নাসির উদ্দিনের বাড়ি থেকে শুরু করে রামিশা কোল্ড স্টোরেজ পর্যন্ত মোট ৩২০ মিটারের কাজ চলমান রয়েছে। পানাম পোলঘাট থেকে ৩৬০ মিটার ও আব্দুল্লাপুর ইউপি কার্যালয় পর্যন্ত ৩৭৯ মিটার রাস্তা সংস্কার কাজ করা হচ্ছে। এই তিন কাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ লক্ষ ৭৭ হাজার ৬২০ টাকা। এ কাজটি বাস্তবায়নে রয়েছেন মেসার্স আবিদ এন্টার প্রাইজ নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান ।

স্থানীয়দের অভিযোগ সংস্কার কাজে যে মালামাল ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণভাবেই ব্যবহারের অযোগ্য। কার্পেটিং সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও ইটের খোয়া ফেলা হয়েছে। তাছাড়া অনেক জায়গায় সমান ভাবে বালু না ফেলে ইটের খোয়া ফেলা হয়েছে। ইট ও খোয়া খুবই নিম্নমানের। এই সড়কে পা রাখলেই ভেঙে যাচ্ছে। এমন মনগড়া কাজে এ সড়ক কতটা দীর্ঘস্থায়ী হবে এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

স্থানীয় সত্তর মিয়া জানান, রোলারের আগে যে ইট গুলো দিয়ে কাজ করা হয়েছে এবং সেই সাথে যে খোয়া গুলো ব্যবহার করা হয়েছে তা সঠিক হয়নি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, এখানকার কাজের সময় আমরা কয়েকজন বেশ কয়েকবার বলেছিলাম এষানকার কাজটি সঠিকভাবে হয়নি। কিন্তু ঠিকাদার আমাদের কথা শুনেননি।

তাছাড়া বিন্দুসার বটতলা ছোট একটি কালভার্ট রয়েছে। কালর্ভাটির একাংশ এ্যাপ্রোচ সড়ক ৯০ শতাংশ জায়গা ইতোমধ্যে ধসে গেছে। আমরা এ বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা আমাদের কোন কথাই পাত্তা না দিয়ে এখান থেকে চলে গেছেন বলে তারা জানান। এখনই এ ব্যাপারে এ কাজে ব্যবস্থা না নিলে এ পথে বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে। এর কারণ হচ্ছে এ পথে বড় বড় দুটি হিমাগার রয়েছে। আলু নিতে বড় বড় ট্রাক এ সড়ক পথ দিয়ে নিত্যদিন চলাচল করে থাকে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, একই ইউনিয়নের পৃথক ৩ টি কার্পেটিং সড়কটিতে মোট ১ হাজার ৫৯ মিটার মিটার অংশের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার লক্ষ্য করা গেছে। হাত ও পা দিয়ে চাপ দিতেই ইটের খোয়া ভেঙ্গে যাচ্ছে।

এদিকে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে যে, পুরো কার্পেটিংয়ের সড়কটিতে কোন প্রকার ভাঙ্গা কিংবা খানাখন্দ রাস্তা ছিল না। তারা জানান, আমাদের আগের সড়কটি খুব ভালো ছিল। সম্পূর্ণ ভালো রাস্তাটির পিচ তুলে সংস্কার করা হচ্ছে। তাতে এখানে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে তারা দাবি করেন। আর এখন সংস্কার করছে তাতে আবার নিম্নমানের সামগ্রীর ব্যবহার করা হচ্ছে।

আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আকরাম হোসেন বলেন, আমার এলাকার কাজের ব্যাপারে আমি কিছুই জানি না। এখানে বর্তমানে যতটুকু সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে তাতে নিম্নমানের সামগ্রীর ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো কার্পেটিং রাস্তাটি সম্পূর্ণ ভালো ছিল। মাঝখান থেকে শুরু করে রাস্তাটির সংস্কার করা হচ্ছে।

আব্দুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন জানান, আমরা এমন উদ্ভব ঘটনার নিন্দা জানাই। ভালো রাস্তা কেটে সংস্কার করা বৃহত্তর স্বার্থ ছাড়া আর কিছু নয়। যা সংস্কার করা হচ্ছে তাও আবার নিম্ন মানের সামগ্রী। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
আব্দুল্লাপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আমি একাধিবার নিজে গিয়ে এখানকার নিম্নমানের কাজে বাঁধা দিয়েছি। কিন্তু ঠিকাদার আমি চলে গেলেই নিম্নমানের কাজ করতেই থাকে। ঠিকাদারকে কতো আর পাহাড়া দিয়ে রাখা যায়।
মেসার্স আবিদ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার মো. হানিফ জানান, সংস্কার কাজে কোন প্রকার অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। সিডিউলে যেভাবে আছে আমি সেই রকম ভাবে কাজ করেছি।

টঙ্গীবাড়ী এলজিইডির সহকারী প্রকৌশলী শাহ মোয়াজ্জেম রাজু জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের যে রাস্তাগুলোর সংস্কার কাজ করা হচ্ছে, সে রাস্তাগুলো অনেক আগের। তাছাড়া রাস্তাগুলোর দু’পাশ অনেক ঢালু। তাই ঐ রাস্তাগুলো ভেঙ্গে পুনরায় সংস্কার করা হচ্ছে যান চলাচল উপযোগী করার জন্য। আর রাস্তার কাজে কোন প্রকার নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকলে আমরা বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Explore More Districts