বিনা মূল্যে প্রশিক্ষণ, ২ লাখ টাকার আইটি কোর্স শেষে কর্মসংস্থান, করুন আবেদন

বিনা মূল্যে প্রশিক্ষণ, ২ লাখ টাকার আইটি কোর্স শেষে কর্মসংস্থান, করুন আবেদন

সুযোগ-সুবিধা-

*সম্পূর্ণ বিনা ফিতে কোর্সটি করানো হয়;

*প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা;

*আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ।

আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য-

*প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫;

*চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে;

*পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না;

*ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয়।

Explore More Districts