বিনামূল্যের সোলার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি – দৈনিক আজাদী

বিনামূল্যের সোলার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি – দৈনিক আজাদী





পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিনামূল্যে সোলার বিতরণে অনিয়ম তদন্তে কমিটি করেছে প্রতিষ্ঠানটি। গত ১৮ মে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে তিন সদস্যের কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পে খাগড়াছড়ির মানিকছড়ি ইউনিয়নের ২ নম্বর বাটনাতলী ইউনিয়ন বিতরণে উপকারভোগী নির্বাচনে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে আগামী ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয়া হয়।

উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) মো. জসীম উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন উন্নয়ন বোর্ডের বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান এবং সহকারী প্রকৌশলী (সিভিল) মো. খোরশেদ আলম।

প্রসঙ্গত, গত ৪ মে ‘বিনামূল্যের সোলারের জন্য নাম তোলার নামে অর্থ আদায়’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজাদী। প্রতিবেদনটি প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়।




Explore More Districts