বিনামূল্যের অক্সিজেন ব্যাংক করেছে আবুল খায়ের গ্রুপ

বিনামূল্যের অক্সিজেন ব্যাংক  করেছে আবুল খায়ের গ্রুপ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর হাসপাতালে বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করেছে আবুল খায়ের গ্রুপ। একসঙ্গে ৬ টি সিলিণ্ডার রিফিল করা যাবে এই অক্সিজেন ব্যাংক থেকে। এখানে আবুল খায়ের গ্রুপের নিয়োজিত একজন অপারেটর ও স্টাফ সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন। রোববার বেলা ২ টায় এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনিসুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষের সংকটকালীন সময়ে এই অক্সিজেন ব্যাংক জীবন বাঁচাতে সহায়তা করবে।
প্রসঙ্গত. দেশের ২০ টি জেলায় বিনামূল্যের এমন অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে আবুল খায়ের গ্রুপ।

Explore More Districts