বিদ্যুৎ উৎপাদনের নামে দুর্নীতি করেছে সরকার: রিজভী

বিদ্যুৎ উৎপাদনের নামে দুর্নীতি করেছে সরকার: রিজভী

রুহুল কবির রিজভী।
ফাইল ছবি।

বিদ্যুৎ উৎপাদনের নামে বড় বড় প্রকল্প করে দুর্নীতি করেছে সরকার। ফলে দেশজুড়ে লোডশেডিংয়ে মানুষ নাজেহাল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, সরকার প্রতিনিয়ত মিথ্যাচারের মাধ্যমে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণের ভিত্তিহীন বুলি আওড়ালেও দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। ইভিএম ভোট ডাকাতির মেশিন; তাই উন্নত দেশগুলো এই মেশিন বর্জন করেছে।

/এমএন

Explore More Districts