বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড়: শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ

বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড়: শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ

বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড়: শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ

বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ রোডের খাসা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে নতুন একটি ময়লার ভাগাড়। আশপাশের লোকজনের ফেলে দেওয়া আবর্জনায় এলাকা এখন দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। এতে বিদ্যালয়মুখী শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ঠিক সামনে বর্জ্যের স্তুপ থাকায় ছোট শিক্ষার্থীরা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। তীব্র দুর্গন্ধ ও দূষিত পরিবেশ তাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত করছে। দ্রুত এই সমস্যা সমাধানে বর্জ্য অপসারণ ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর মতে, বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে এ ধরনের পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব।

এ প্রসঙ্গে বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ আতাউর রহমান বলেন, “স্কুলের সামনে ময়লার ভাগাড় থাকা শিক্ষা-পরিবেশ ও শিশুদের স্বাস্থ্য—উভয়ের জন্য ক্ষতিকর। অবিলম্বে বর্জ্য অপসারণ করে বিকল্প স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

স্থানীয়রা আশা করছেন, দ্রুত উদ্যোগ নিলে শিক্ষার্থী ও পথচারীরা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

Explore More Districts