বিদেশ যাওয়া হলোনা, সড়কে কেঁড়ে নিলো নির্মাণ শ্রমিকের প্রাণ – Chittagong News

বিদেশ যাওয়া হলোনা, সড়কে কেঁড়ে নিলো নির্মাণ শ্রমিকের প্রাণ – Chittagong News

স্বপ্ন ছিল বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তন করবেন।পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সম্প্রতি সময়ে কাতার যাওয়ার জন্য ভিসার টাকাও জমা করেছে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। বলেছিলাম কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের কথা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় গ্রামীণ রাস্তার ধারে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করার সময় বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় মো. নুরুল আবছার (৪২) নিহত হন। নিহত নুরুল আবছার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বিল্লাহ পাড়ার মোজাফ্ফর আহমদের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

এদিকে সড়ক দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ড্রাম ট্রাক চালককে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের বড় বোন নাসিমা বেগম জানান, আমার ভাই নুরুল আবছার উপজেলার ডেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকতো। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। সকালে তেচ্ছাপাড়া এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালি ভর্তি একটি ট্রাক পেছনে বালি ফেলতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন আবছার। এসময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কান্নাজড়িত কন্ঠে বোন নাসিমা আরো বলেন, আবছার বিয়ে করেছে তিন মাস হয়েছে। সখ করে পারিবারিক ভাবে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভাইকে বিয়ে করায়। তার সংসারে স্বচ্ছলতা ফেরাতে ও নিজের ভাগ্য পরিবর্তন করতে বিদেশ যাওয়ার জন্য তিনি ভিসার টাকাও ইতিমধ্যে জমা করে দিয়েছে। বিদেশ যাওয়ার জন্য মূলত সে নির্মাণ শ্রমিকের কাজ শিখেছে। গত তিনদিন ধরে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয়। ভাগ্যের বড়ই কি নির্মম পরিহাস, আজ সকাল ১০টার দিকে শুনতে পাই আমার ভাই আর পৃথিবীতে বেঁচে নেই। সড়ক দুর্ঘটনায় বালি ভর্তি একটি ট্রাক তার প্রাণ কেঁড়ে নিয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন, বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় মো. নুরুল আবছার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts