বিদেশি পিস্তলসহ ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান মজনু আটক

বিদেশি পিস্তলসহ ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান মজনু আটক

বিদেশি পিস্তলসহ ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান মজনু আটক

সবুজ দাস : বিদেশি পিস্তলসহ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার এক সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২২ শে জুলাই শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া থেকে চেয়ারম্যান মজনু ও তার সহযোগীকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু (৪৭) ও তার আরএক সহযোগী শহরের বায়তুল আমান এলাকার সোহেল হোসেন (৩৫) কে আটক করে ডিবি। এ বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

Explore More Districts