বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল – News Tangail

বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল। বিদেশি নাগরিকত্ব পরিত্যাগের পর তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

মনোনয়নপত্রে দেওয়া হলফনামা অনুযায়ী, সালাউদ্দিন আলমগীর রাসেলের নিজের নামে নগদ তহবিল রয়েছে ১২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮৬৫ টাকা এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৮৬৩ টাকা। ব্যাংকে জমা অর্থ হিসেবে তাঁর নামে রয়েছে ৩১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা, আর স্ত্রীর নামে জমা আছে ৩ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৭৯৪ টাকা।

বন্ড ও কোম্পানি শেয়ারে অর্জনকালীন বর্তমান মূল্য দেখানো হয়েছে তাঁর নামে ৭০ কোটি ৩০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৪৫ কোটি ২৫ লাখ টাকা। যানবাহনের ক্ষেত্রে তাঁর নিজের নামে কোনো গাড়ি নেই, তবে স্ত্রীর নামে রয়েছে ৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের গাড়ি।

স্বর্ণালঙ্কারের হিসাবে তাঁর নিজের নামে রয়েছে ৮০ তোলা স্বর্ণ, যার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৮০ ভরি স্বর্ণ ও ৪ সেট হিরা, যার মোট মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। ইলেকট্রনিক সামগ্রী হিসেবে তাঁর নামে রয়েছে ৭৯ লাখ ৬১ হাজার ৩৩৫ টাকার এবং স্ত্রীর নামে ২৫ লাখ টাকার সামগ্রী। আসবাবপত্রে তাঁর নামে রয়েছে ২০ লাখ টাকার এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকার সম্পদ।

অস্ত্র হিসেবে তাঁর নামে রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি পিস্তল ও একটি শটগান। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল্য তাঁর ক্ষেত্রে ৪ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ১৪ টাকা এবং স্ত্রীর ক্ষেত্রে ৮ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৮৪৮ টাকা।

অস্থাবর সম্পত্তির অর্জনকালীন মোট মূল্য দেখানো হয়েছে তাঁর নামে ৮৯ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২২০ টাকা এবং স্ত্রীর নামে ৭০ কোটি ৪০ লাখ ৫০৫ টাকা। স্থাবর সম্পত্তির হিসাবে তাঁর নামে রয়েছে ৬৭ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা মূল্যের ৫৪৬ শতাংশ কৃষিজমি এবং স্ত্রীর নামে রয়েছে ৫০ লাখ টাকা মূল্যের ৩৫৩ দশমিক ৫০ শতাংশ জমি।

আয়কর সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে সালাউদ্দিন আলমগীর রাসেল আয়কর দিয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ২১৭ টাকা। তাঁর স্ত্রী আয়কর দিয়েছেন ৩ কোটি ৩ লাখ ৩১ হাজার ২৪১ টাকা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts