বিদেশি কোম্পানির সাথে জাতীয় স্বার্থ বিরোধী ইজারা চুক্তি বাতিল কর: স্কপ

বিদেশি কোম্পানির সাথে জাতীয় স্বার্থ বিরোধী ইজারা চুক্তি বাতিল কর: স্কপ

চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ, লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিল, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সকল শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে পুলিশী বাধা প্রদান। অদ্য ৫ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত শেষে মিছিল বের হওয়ার সময় পুলিশ বাধা প্রদান করলে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাইদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক আনোয়ার হোসেন সুমন, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ ছাদেক মিয়া, প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন , দেশের জনগণ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছে কিন্তু বর্তমান ইউনূস সরকারও বিগত ফ্যাসিবাদী সরকারের মতোই সংবিধান বর্ণিত সভা-সমাবেশ, মিছিল করার নাগরিক গণতান্ত্রিক অধিকার হরণ করছে, দমন-পীড়ন করে আন্দোলন নস্যাতের পাঁয়তারা করছে। এটি দেশের জনগণ প্রত্যাশা করে না। ’২৪-এর গণ অভ্যুত্থানের শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে, যেটি দেশবাসী সহ্য করবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, জনমত উপেক্ষা করে পতেঙ্গার লালদিয়া চরের কন্টেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানির সাথে জাতীয় স্বার্থবিরোধী ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। শুধু তাই নয়, দেশ-জাতিকে অন্ধকারে রেখে নিউমুরিং, মংলা, পতেঙ্গা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। বর্তমান অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এই ধরনের চুক্তি করার কোন এখতিয়ার নেই। তাদের উচিত গণ অভ্যুত্থানের ম্যান্ডেট অনুযায়ী দ্রত নির্বাচন দিয়ে সরে যাওয়া।

Explore More Districts