বিগত ১৬ বছরে পবিপ্রবিতে হওয়া সব অনিয়মের বিচার হবে: নতুন উপাচার্য

বিগত ১৬ বছরে পবিপ্রবিতে হওয়া সব অনিয়মের বিচার হবে: নতুন উপাচার্য

২৬ September ২০২৪ Thursday ৮:৩৮:৩১ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

বিগত ১৬ বছরে পবিপ্রবিতে হওয়া সব অনিয়মের বিচার হবে: নতুন উপাচার্য

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিগত ১৬ বছরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হওয়া সব অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন।  

উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও শিক্ষার মান উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে কাজ করব। শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি হলে এখানে কোনো বৈষম্য থাকবে না। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, তা কোনোভাবেই নষ্ট করা যাবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজার, বিভাগীয় ডিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts