বিগত ১৫ বছরে জকিগঞ্জ-কানাইঘাট ৫০ বছর উন্নয়নে পিছিয়েছে-পাপলু

বিগত ১৫ বছরে জকিগঞ্জ-কানাইঘাট ৫০ বছর উন্নয়নে পিছিয়েছে-পাপলু

বিগত ১৫ বছরে জকিগঞ্জ-কানাইঘাট ৫০ বছর উন্নয়নে পিছিয়েছে-পাপলু

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিগত ১৫ বছর জকিগঞ্জ-কানাইঘাটে বাস্তবিক অর্থে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এই সময়কালে ৫০ বছর পিছিয়ে পড়েছে সীমান্তবর্তী এ জনপদ। দেশ স্বাধীনের পর থেকে সিলেটের সবচেয়ে দূরবর্তী এ অঞ্চল বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছে। প্রকৃত নেতৃত্বের অভাব বারবার অনুভব করেছে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হলে বিগত দিনের বঞ্চনার সকল পাওনা আদায় করে নেওয়া হবে। তাই সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে গনজাগরণ তুলতে হবে। সোনাসার-মুন্সীবাজার রাস্তায় বেহাল দশা দেখলেই বিগত দিনে কি উন্নয়ন হয়েছে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। অথচ এই এলাকায় সাবেক এক এমপির বাড়ি। তিনি অচিরেই এই রাস্তার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসবেন বলে জানান।

বিএনপি নেতা পাপলু আজ সোমবার বাদ যোহর জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া মুন্সিবাজার কওমি মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।

এসময় মাদ্রাসার নায়েবে মুহতামিন মাওলানা আব্দুল হান্নান, মুফতি মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আসাদ উদ্দিন, জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

কুশল বিনিময় শেষে তিনি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ মাওলানা আব্দুল গফফার শায়খে মামরখানি (র.) ও আল্লামা মুকাদ্দছ আলী (র.) এর কবর জিয়ারত করেন।

Explore More Districts