এক অর্থবছরে ৩০৬ কোটি টাকা মুনাফা হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সংস্থাটি বলছে, প্রতিষ্ঠার পর থেকে এক অর্থবছরে এটাই তাদের সর্বোচ্চ নিট মুনাফা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসির বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
তিনি জানান, ২০২৪–২৫ অর্থবছরে তাদের পরিচালনা আয় ছিল ৫৯০ কোটি ৯৮ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় হয়েছে ২০৭ কোটি ৩০ লাখ টাকার মতো। সে হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির মোট আয় প্রায় ৭৯৮ কোটি টাকা। খবর বিডিনিউজের।
সভায় জানানো হয়, একই অর্থবছরে বিএসসির পরিচালনা ব্যয় ছিল ২৮৯ কোটি ৯২ লাখ টাকা। প্রশাসনিক ও আর্থিক খাতে গেছে ১২৬ কোটি টাকার মতো। সে হিসাবে, মোট ব্যয় হয়েছে প্রায় ৪১৬ কোটি টাকা।
গতকাল দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসির বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এসব তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৪–২৫ অর্থবছরে কর সমন্বয়ের পর সংস্থার নিট মুনাফা হয়েছে ৩০৬ দশমিক ৫৬ কোটি টাকা, যা বিগত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
সভায় জানানো হয়, ২০২৩–২৪ অর্থবছরে বিএসসির মোট আয় হয় ৫৯৬ কোটি ১৮ লাখ টাকা। ব্যয় হয় ৩১১ কোটি ৫৯ লাখ টাকা। সেবার কর সমন্বয়ের পর ২৪৯ কোটি ৬৯ লাখ টাকায় দাঁড়ায় নিট মুনাফা। আগের বারের চেয়ে গেল অর্থবছরে (২০২৪–২৫) বিএসসির আয় বেড়েছে প্রায় ৫৬ কোটি ৮৭ লাখ টাকা (প্রায় ২২ শতাংশ)।
সভায় বিএসসির চেয়ারম্যান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, শেয়ারহোল্ডারদের ২০২৪–২৫ অর্থবছরের নিট মুনাফা থেকে ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪–২৫ অর্থ বছরে নিরীক্ষিত হিসাব অনুযায়ী, সংস্থাটির মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৫৮২ কোটি টাকা। দেনার পরিমাণ ১ হাজার ৯৮৩ দশমিক ৭৭ কোটি টাকা।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, বর্তমানে ৫টি জাহাজ বিএসসির বহরে আছে। এসব জাহাজ বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে নিয়োজিত করা হয়েছে। বিএসসি প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার উদ্যোগ নেয় সম্প্রতি। এর আলোকে গত ২১ সেপ্টেম্বর বিএসসি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়। চুক্তি মোতাবেক প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি বিএসসির বহরে যুক্ত হয়ে বাণিজ্যিক কাজে নিয়োজিত হয়েছে। অপর জাহাজ এমভি বাংলার নবযাত্রা সামনের বছরের জানুয়ারিতে বিএসসির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।



