‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

২৯ September ২০২৫ Monday ৭:১০:৪৭ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্যখাতে কী কী কাজ করবে তার বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, যারা দেশীয় এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি দিনরাত কাজ করছে এবং তারা বিশ্বের বিভিন্ন স্থানের স্বাস্থ্যখাতের সফল গল্প তুলে নিয়ে এসে আমাদের দেশে কীভাবে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা যায় সে বিষয়ে কাজ করছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, জনসভা, শোডাউন না করে হাসপাতালভিত্তিক রাজনীতি করতে চাই, যাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। আমরা কৃষিভিত্তিক রাজনীতি করতে চাই, কীভাবে কৃষকদের একটি সুন্দর পরিবেশ দেওয়া যায়। আমরা স্কুলভিত্তিক রাজনীতি করতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার সঙ্গে শিল্প ও বাণিজ্যকে যুক্ত করতে পারে।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতা লাভ করলেও স্বৈরাচার মুক্ত হতে পারিনি। গত ৫ আগস্টের মাধ্যমে স্বৈরাচারের শিকড়, ডালপালা দেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের সবাইকে এক হতে হবে। আমরা যারা বিএনপি করি তাদের এক হতে হবে, যারা অন্য দল করি তাদেরও এক হতে হবে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. ফয়সাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন মোল্যা, উপজেলা বিএনপির সভাপতি আনিসু রহমান খান হেলাল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts