ফেনী | তারিখঃ December 19th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 232 বার

বিশেষ প্রতিনিধি->>
ফেনী-২ আসনের সাংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বিএনপিকে মাথা-মুণ্ডুহীন দল বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার দুপুরে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
বিএনপি নির্বাচনে না আসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজাম হাজারী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেল খেটেছেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় তার ছেলে পলাতক রয়েছে। বর্তমানে বিএনপি মাথা-মুন্ডুহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। নির্বাচনে আসবে কি করে? কারণ তাদের দলের প্রধান কে, নির্বাচন পরে তাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কে হবে।
ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী লাঙ্গল কে আসন ছাড়ের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঙ্গলের পক্ষে কাজ করবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী বলেন, ফেনী-৩ আসনে কেন্দ্র থেকে দলীয় ভাবে লাঙ্গন কে আসন ছেড়ে দিলেও জেলা আওয়ামী লীগ প্রার্থীর জন্য কোন কাজ করবে না। কেন্দ্র থেকে আজ দুপুর পর্যন্ত এমন কোন নির্দেশনা নেই লাঙ্গলের পক্ষে কাজ করার জন্য।
নিজাম হাজারীর সম্পদ বিবরণী নিয়ে হলফনামায় দেয়া তথ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হলফনামায় যে সম্পত্তির কথা উল্লেখ রয়েছে তা সব করের আওয়তায় রয়েছে। সবই তার বৈধ সম্পত্তি।
নিজাম হাজারী বলেন, গত তিন মেয়াদে ফেনীতে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মানুষ এখন উন্নয়ন চায়, সহিংসতা চায় না। চলমান হরতাল-অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মতো কর্মকাণ্ডকে জনগণ ঘৃণাভরে প্রত্যাহার করেছে। ইতোমধ্যে নির্বাচনী উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদের সভাপতিত্বে ও ফেনী পৌর মেয়র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামীম, সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন মঞ্চে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।