স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, বিএনপি জামায়াত ১৩/১৪ সালে জ্বালাও পোড়াও করে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীব জন্তও বাদ যায়নি। তারা মানুষ পোড়ায় আর প্রধানমন্ত্রী বার্ণ ইউনিট করে মানুষকে সুস্থ করে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
সীমান্তে মাদক প্রবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক এদেশে তৈরী হয় না। পাশের দেশ থেকে আসে। ভারতের সাথে আলাপের ফলে ফেনসিডিল আসা কমেছে। তবে মিয়ানমারের সাথে কথা বলেও তেমন লাভ হয়নি। কোস্টগার্ড ও বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে। পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা সহ অনেকে, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম,রেব-১১ এর সিইও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা প্রশাসক মাহমুদুল হক, কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবির কুমার সাহা ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
