সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন তার দল বিএনপি জনতার রায়ে ক্ষমতায় এলে ক্রীড়া উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হবে। ক্রীড়া শুধু শখ নয়, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা। বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়া উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচীর মাধ্যমে ১২-১৪ বছরের ক্রীড়া শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ, দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা, সকল মহানগর সহ দেশের গ্রামীন জনপদে খেলার মাঠের সু-ব্যবস্থা ও দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ।
রোববার (১৩ ডিসেম্বর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ঘাটেরবাজার সংলগ্ন পূর্ব জামে মসজিদ মাঠে আব্দুল আলী স্মৃতি স্পোটিং ক্লাব আয়োজিত ৩য় নাইট মিনি ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাদির জিলা। ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ৩নং ঘিলাছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রিমন হাসান রিমুর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরেফিন ফয়সল ও ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির, বাবুল মিয়া, আব্দুস সালাম, বটল মিয়া, মুহিব আলী মেম্বার, ওয়াহিদ হোসেন নানু, সামাদ হোসেন রুমেল, শাহিন আহমদ, সাজু, রিপন প্রমুখ।
উল্লেখ্য যে, টুনামেন্টের প্রথম পুরস্কার দাতা হচ্ছেন ফ্রান্স প্রবাসী যুবদল নেতা ইমরান আহমদ, ২য় পুরস্কার দাতা ঘিলাছড়া ইউনিয়ন সভাপতি রিমন হাসান রিমু।


