বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশও অশ্বডিম্বে পরিণত হবে: কাদের

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশও অশ্বডিম্বে পরিণত হবে: কাদের

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশও অশ্বডিম্বে পরিণত হবে: কাদের

আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মিথ্যে আশ্বাস দিচ্ছে বিএনপি। এই সমাবেশও ১০ ডিসেম্বরের মতো অশ্বডিম্বে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, যারা দেশের সন্ত্রাস-অনাচার করতে চায়, তাদের বধ করতে হবে। যারা অস্থিরতার ডাক দিচ্ছে, সেই অশুভ শক্তিকে রুখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, যখন রাজনীতিতে আবারও অবরোধ শব্দ আসে, তখন জনগণ আতঙ্কগ্রস্ত হয়। কারণ, এ দেশের অবরোধ কেমন হয়, সেটা ২০০১ সালে মানুষ দেখেছে।

আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ বলেছেন, সরকার পরিবর্তন চাইলেও সেখানে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। বিশ্বজুড়ে অস্থিরতা চলছে, এই অবস্থায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ধর্ম-বর্ণ সকলের প্রতি আহ্বান জানান তিনি।

/এসজেড/এমএন

Explore More Districts