বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। পয়লা সেপ্টেম্বর সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর শুভ সূচনা হবে।
দিবসটি ঘিরে বিকেল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বিকেল সাড়ে ৩টায় একটি বর্ণাঢ্য র্যালি হবে।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম এক যৌথ বিবৃতিতে কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য দলীয় সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট ব্যতিক্রম আয়োজন করে জেলা মৎস্যজীবী দল। তারা উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীকে ঘিরে চাঁদপুর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রেস বিজ্ঞপ্তি/ ৩১ আগস্ট ২০২৫