বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে পুলিশের মামলায় কারাগারে প্রেরন 

বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে পুলিশের মামলায় কারাগারে প্রেরন 

চাঁদাবাজির অভিযোগে পুলিশের মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাতটার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

এর আগে বিএনপির এই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল পদ পদবী থেকে বহিষ্কার করে গনমাধ্যমে প্রকাশ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

এরপর সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার  হওয়ার সময় রিয়াদকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি পরিবার নিয়ে থাইল্যান্ড যাবার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

 

Explore More Districts