চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৪ স্টেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কালিয়াপাড়া এলাকায় স্লোগানে,ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ভরে গেছে স্কুল মাঠ।
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেয় হাজার- হাজার নেতা-কর্মী।
বর্ণাঢ্য র্যালি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেছেন, ‘শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি। নির্যাতন, গুম-খুন, মামলা—কিছুই এখানে নেতাকর্মীদের দমাতে পারেনি। এই তৃণমূলই আমাদের আসল শক্তি।জনগণই বিএনপির শক্তি, জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।দল আমাকে ধানের শীষ প্রতীক দেয়, আমি মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
“প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি প্রতিজ্ঞা করছি—শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকব। জনগণই বিএনপির শক্তি, জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, বিএনপি নেতা মোজাম্মেল হক পাটোয়ারী, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের আহ্বায়ক এবি এম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
রির্পোটার: মো: জামাল হোসেন/৪ সেপ্টেম্বর ২০২৫