বিএনপির জেলা কার্যাল ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণকারী এজাজ কারাগারে

বিএনপির জেলা কার্যাল ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণকারী এজাজ কারাগারে

যশোরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এজাজ আহম্মেদ নামে এক যুবক আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এজাজ আরএনরোড এলাকার সরোয়ার হোসেনের ছেলে। তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া আর এন রোডে তার একটি মোটরপার্টসের দোকান রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।

এ মামলার এজাহারনামীয় আসামি এজাজ দীর্ঘদিন পলাতক থেকে পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

Explore More Districts