বিএনপি’র কর্মসূচিতে হামলার মামলায় আত্মসমর্পণকারী আ.লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

বিএনপি’র কর্মসূচিতে হামলার মামলায় আত্মসমর্পণকারী আ.লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে বাঘারপাড়ায় হামলার ঘটনার মামলায় আত্মসমর্পণকারী আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বাঘারপাড়ার পাঠানপাইকপাড়ার আব্দুল আজিজের ছেলে লতা, আনোর ছেলে অনতিম, বড় খুদড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জিয়া, হাজের আলীর ছেলে আক্কাস আলী, শহিদুলের ছেলে শফিক, কোবাদ আলীর ছেলে কাশেম আলী, লাল্টুর ছেলে জুয়েল,রাঘবপুর গ্রামের রাম গোপালের ছেলে বৈদ্যনাথ, যাহা বক্সের ছেলে রফিক, সেকেন্দারপুর গ্রামের ইসমাইলের ছেলে মহর আলী, রায়পুর গ্রামের সুরত বিশ্বাসের ছেলে পাচু বিশ্বাস,মির্জপুর গ্রামের আব্দুল গণির ছেলে এনামুল হক ও চাপাতলা গ্রামের মহর আলীর ছেলে কুনটে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর ভাটার আমতলায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন লস্কর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০৮ নেতাকর্মীকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ১৪ আসামি গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আসমিদের জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Explore More Districts