চুয়াডাঙ্গা, ০১ অক্টোবর – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামী যেহেতু প্রার্থী ঘোষণা করেছে, তাই তাদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বিএনপি জনগণের আস্থা ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমাদের আসল শক্তি হলো সংগঠন এবং জনগণের আস্থা। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপির নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। বিএনপিই সেই গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচন হবে দেশের রাজনৈতিক পরিবর্তনের এক বড় সুযোগ।
দুর্গাপূজা উপলক্ষ্যে মণ্ডপ ঘুরে দেখার সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শামসুজ্জামান দুদু। এসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা আশাব্যঞ্জক।
স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মাঠে উপস্থিতি তাদের মনোবল আরও দৃঢ় করে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে তোলে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ সভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহ সাধারণ সম্পাদক পিনু মুন্সি, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুজ্জামান মোকলেছ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ অক্টোবর ২০২৫