২ September ২০২৫ Tuesday ২:৩৩:১৫ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন: বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল হক কিসলু, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম রাব্বি, জেলা যুবলীগের সদস্য আবদুল্লাহ আল মামুন মোল্লা, হুমায়ূন করীব পল্টু, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদ হোসেন জুয়েল, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুর বারী আসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক জিপি মো. মজিবুর রহমান, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান হুমায়ূন করীব, মো. ইমরান হোসেন, মো. আমিরুল ইসলাম মিলন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন: বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল হক কিসলু, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম রাব্বি, জেলা যুবলীগের সদস্য আবদুল্লাহ আল মামুন মোল্লা, হুমায়ূন করীব পল্টু, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদ হোসেন জুয়েল, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুর বারী আসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক জিপি মো. মজিবুর রহমান, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান হুমায়ূন করীব, মো. ইমরান হোসেন, মো. আমিরুল ইসলাম মিলন।
এ বিষয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, ‘আজ যেসব আইনজীবীদের আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন, তারা সবাই বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিন শেষে আজ তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |