বিএনপিকে ভোট ডাকাতি করতে হবে না : আক্তার হোসেন মাঝি‌

বিএনপিকে ভোট ডাকাতি করতে হবে না : আক্তার হোসেন মাঝি‌

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার রাতে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌। চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, জেলা বিএনপির নেতা দীন মোহাম্মদ জিল্লু। প্রধান বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে রাজপথে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বলেই আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের সামনে সুসময় হাতছানি দিচ্ছে। সেই সুসময়কে স্পর্শ করতে হলে আগামী কয়েকটি মাস আরো বেশি পরিচয় করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তাই এ মুহূর্তে অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে গিয়ে দলকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীর্ষে ভোট চাইতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করতো। কারণ তাদের জনসমর্থন ছিল না। কিন্তু এদেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই আমাদেরকে আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করতে হবে না।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ বছর আমাদেরকে আগলে রেখেছেন। তিনি নিঃস্বার্থহীনভবে নেতাকর্মীদের দুঃসময়ের পাশে ছিলেন। তাই আমরা বিশ্বাস করি, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষের বাহক হবেন, এতে কোন সন্দেহ নেই। আমরা এই নির্বাচনে আমরা মানিক ভাইয়ের পাশে থেকে ধানের শীষকে নিজেই করবো এবং এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো।

পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মোঃ কবির সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাআলম, মোঃ ফাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল রাঁড়ি, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক, মোঃ হাবিব খান, সদস্য সচিব নূর মোহাম্মদ, ৭নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া বেগম, যুবদলের সভাপতি মোঃ জহির, সাধারণ সম্পাদক আমিন গাজী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৩ অক্টোবর ২০২৫

Explore More Districts