প্রতিটি টুলই প্রশিক্ষণের পর ব্যবহার কয়েক গুণ বেড়েছে, বিশেষ করে জেমিনি ও পিনপয়েন্টস টুলসে সর্বাধিক অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যতে কর্মক্ষেত্র নিয়ে বেশ আত্মবিশ্বাসী বলে জানায়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম নাহিন বলেন, ‘আগে আমরা সাংবাদিকতার বিষয়গুলো হাতে লিখে বা বিভিন্ন আর্টিকেল থেকে নিয়ে করতাম। কিন্তু এ প্রশিক্ষণের মাধ্যমে জানতে পেরেছি কীভাবে সাংবাদিকতার সঙ্গে এআইকে যুক্ত করে সাংবাদিকতার সময় সাশ্রয়ী এবং বেশি কার্যকর হতে পারে। আশা করছি এ প্রশিক্ষণ থেকে শেখা প্রতিটি টুলস আমাদের কর্মজীবনে কাজে লাগবে।’
এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা ছয়টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি অনুষ্ঠিত সেশনে অংশগ্রহণ করবে। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আয়োজন সফলভাবে সম্পন্ন হলো। বাকি চারটি হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
এই প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সাংবাদিকতার আধুনিক দক্ষতাই অর্জন করবে না, বরং ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায়ও সক্ষম হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকেরা।