সাজিদুর রহমান: হবিগঞ্জের বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামির স্ত্রী কর্তৃক পাল্টা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফুসে উঠছেন এলাকাবাসী। আন্তঃজেলা ডাকাত সর্দার ফারুক মিয়ার স্ত্রী সুজিনা আক্তারের মামলা প্রত্যাহার ও টমটম চালক কাশেম আলীর খুনীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুরে প্রতিবাদ সভার ডাক দেয়া হয়েছে।
আজ ৫ অক্টোবর রাত ৭ টায় মিরপুরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় প্রতিবাদ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি মোঃ ওয়াহিদ মিয়া। বক্তব্য রাখেন আলহাজ্ব আরজু মিয়া মাস্টার, হাজি মিজানুর রহমান, আসকার আলী, দরবেশ আলী, ফুল মিয়া মেম্বার, বিএনপি নেতা এনামুল হক এনাম, শাহিন মিয়া, সাংবাদিক জাবেদ আলী, জহুর আলী, আব্দুর রহিম, আবুল খায়ের, রমিজ আলী মেম্বার, আহাদ মিয়া, ফরিদ মিয়া প্রমুখ। সভায় চোর-ডাকাত দমনের লক্ষ্যে নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে সুঘর গ্রামের ডাকাত ফারুক মিয়ার স্ত্রী সুজিনা আক্তার কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও টমটম চালক কাশেম আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী বুধবার মিরপুরে প্রতিবাদ সভা ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৮ জুলাই সকাল ১১ টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার ভাটকাটিয়া মন্দির সংলগ্ন রাস্তার উপর থেকে টমটম চালক স্থানীয় লামাতাসি গ্রামের আব্দুল আলীর ছেলে কাশেম আলীর হাত ও পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ কয়েক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। অপরদিকে ২২ জুলাই সন্ধ্যায় সুঘর গ্রামের ডাকাত ফারুককে স্থানীয় জনতা পাকড়াও করে থানা পুলিশে সোপর্দ করে। বর্তমানে ফারুকও জেল হাজতে রয়েছে। এর জের ধরে ফারুকের স্ত্রী বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লামাতাশি গ্রামের মোঃ ফারুক মিয়া, আব্দুল নুর ও মালেক মিয়াকে আসামি করে অপহরণ ও মারপিটের মামলা দায়ের করেন।