১৯ September ২০২৫ Friday ১০:৫১:৪৬ PM | ![]() ![]() ![]() ![]() |
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল -ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পার এলাকার গেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন হাওলাদার (৪০) বরিশাল মহানগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা শুকুর হাওলাদারের ছেলে। মিনহাজ (১৪) নারায়ণগঞ্জ জেলা রুপগঞ্জ থানার তপন ভূঁইয়া ছেলে।
এ ঘটনায় আহত মোঃ রেজাউল মোল্লা(৪০) পটুয়াখালী জেলা গলাচিপা থানার মৃত্যু আমজাদ হোসেন ছেলে। বর্তমানে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানা সূত্রে জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মোঃ কবির হোসেন হাওলাদার ও মিনহাজ মারা যান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন,দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |