বাস্কেটবল প্রতিযোগিতার প্রথম ধাপে সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজ বালক দল বিজয়ী – দিনাজপুর নিউজ

বাস্কেটবল প্রতিযোগিতার প্রথম ধাপে সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজ বালক দল বিজয়ী – দিনাজপুর নিউজ


বাস্কেটবল প্রতিযোগিতার প্রথম ধাপে সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজ বালক দল বিজয়ী – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ ১৫ মার্চ’২০২২ মঙ্গলবার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুর এর আয়োজনে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন প্রতিযোগিতা-২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি ১৪ মার্চ উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতা গুলোর মধ্যে বাস্কেটবল প্রতিযোগিতার প্রথম ধাপে গোলাপ বনাম চাপা অঞ্চল এর সাথে বালক বিভাগ এর খেলাটি সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজ বাস্কেট বল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

চাপা অঞ্চলে সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজ বালক দল ৫০ স্কোর অর্জন করে গোলাপ অঞ্চলের ইসলামী একাডেমী বালক দলকে হারিয়ে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ বিজয় অর্জন করেছে। পরবর্তীতে বকুল ও পদ্ম অঞ্চলের সাথে খেলবে এই চাপা অঞ্চলের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের বালক বিভাগ




Explore More Districts