বাসাইল প্রেসক্লাবে পূনরায় সভাপতি কাশেম, সম্পাদক বিজয় – News Tangail

বাসাইল প্রেসক্লাবে পূনরায় সভাপতি কাশেম, সম্পাদক বিজয় – News Tangail

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের নূর জাহান হোটেলে দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান ও রাশেদা সুলতানা রুবি, যুগ্ম সম্পাদক পদে আহমেদ রাসেল ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে শাহানাজ খানম রেখা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাহের রাজা খান,  ক্রীড়া সম্পাদক পদে জিয়ারত হোসেন জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন এম শহীদুল ইসলাম, খাইরুল ইসলাম তালহা, সাইদুল ইসলাম দিপু, মো. শরীফুজ্জামান ও কামরুল ইসলাম।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ ও সম্মানিত সদস্য রেজওয়ান শরীফ। এসময় নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts