বাসাইল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – News Tangail

বাসাইল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – News Tangail

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাসাইল প্রেসক্লাবের আঙ্গিনায় এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক নুুরনবী আবুু হায়াত খান নবুু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্¦ করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুুল কাশেম মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান আসন্ন জাতীয় সংসদ নির্র্বাচনে দলমত নির্বিশেষে বাসাইল ও সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts