বাসাইলে লাবিব গ্রুপের ১শ’ মসজিদে আর্থিক সহায়তা – News Tangail

বাসাইলে লাবিব গ্রুপের ১শ’ মসজিদে আর্থিক সহায়তা – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলুঃ
টাঙ্গাইলের বাসাইলের লাবিব গ্রুপের পক্ষ থেকে ১শ’ মসজিদে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে বাসাইল উপজেলা পরিষদ মাঠে লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল মসজিদ কমিটির হাতে এসব অনুদানের টাকা তুলে দেন।

বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপনসহ বিভিন্ন মসজিদের ইমাম, ময়াজ্জিন, বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছি। এখনো আমি মানুষের কল্যানে কাজ করছি৷ আমি আগামীতে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই৷ যে রাজনীতি মানুষকে ধোকা দেয়, নিজের স্বার্থে ব্যবহার করে আমি এমন রাজনীতি করি না। তিনি এ সময় জন্মস্থান সখীপুরের সঙ্গে বাসাইলকেও সমান নজরে দেখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts