আজ বড়দিন উৎসব উপলক্ষে বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কলোনীতে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে “মানবতার বড়দিন” উৎসব আয়োজিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য নাসির উদ্দীন প্রিন্স,বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহবায়ক সুজন আহমেদ, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ। নেতৃবৃন্দ বরিশালের ইছাকাঠি, কাউনিয়া, মতাসার, গোলপুকুর, জিয়ানগর, কলেজ রো, ব্যাপ্টিস্ট চার্চ ক্রিশ্চান কলোনীগুলিতে শিশুদের নিয়ে বড়দিনের কেক কাটেন, শুভেচ্ছাসামগ্রী বিতরণ করেন ও কলোনীবাসীর সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, উৎসব মানুষের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্ব নিয়ে আসার কথা। কিন্তু একদিকে উৎসব মানে বৈষম্যের প্রদর্শনী, আরেকদিকে উগ্র সাম্প্রদায়িকতার কারণে উৎসব পালনে শংকা দেখা দিয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, এখানে “ধর্ম যার যার উৎসব সবার”। নেতৃবৃন্দ কলোনীবাসীর সাথে বড়দিনের আনন্দ ভাগ করে নেয়ার জন্য বাসদের পক্ষ থেকে এধরণের কর্মসূচি চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)