বাশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাঝির মৃত্যু | ctgnews.com

বাশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাঝির মৃত্যু | ctgnews.com
বাশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাঝির মৃত্যু

       

Advertisement

বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার বুক থেকে শরীরের নিচের অংশ ঝলসে যায়। তার নাম, দিনার আলী (২৪)। তিনি ট্রলারের মাঝি ছিলেন।

আজ ১৯ জুন, রোববার সকালে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে যায় দিনার আলীসহ ৫ জন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আনসার।

নিহত দিনার আলী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মরহুম কাশেম আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. আনসার বলেন,বজ্রপাতের শিকার দিনার ট্রলারের মাঝি ছিলেন। বজ্রপাতে দিনারের শরীরের অর্ধাংশ ঝলসে গেলেও অন্যদের তেমন কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে তার মরদেহ সহকর্মী অপর জেলেরা বাড়িতে নিয়ে আসে।

এসসি/এমজে

Advertisement


CTG NEWS

Explore More Districts