বাল্য বিবাহ বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ চান বকশীগঞ্জ ইউএনও! – দৈনিক আজকের জামালপুর

বাল্য বিবাহ বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ চান বকশীগঞ্জ ইউএনও! – দৈনিক আজকের জামালপুর




বাল্য বিবাহ বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ চান বকশীগঞ্জ ইউএনও! – দৈনিক আজকের জামালপুর



বকশীগঞ্জ প্রতিনিধি : বাল্য ও শিশু বিবাহ রোধ করতে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
গত বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালা প্রতিরোধ কমিটির মাসিক সভার আলোচনায় তিনি এই কথা বলেন। ওই সভায় তিনি আরো বলেন, বাল্য বিবাহ রোধ করতে হলে কোর্টের হলফনামাকে কোর্ট ম্যারেজ বলা বন্ধ করতে হবে। মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিবাহ নয়। কোর্ট ম্যারেজের নামে যেসব বিবাহ বলে দাবি করা হয় সেই ভিকটিমকে বেশিরভাগ সময় প্রতারণা শিকার হতে হয়। এর আগে আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহ বন্ধ করা নিয়ে বিস্তর আলোচনা করেন। তাঁরা বাল্য বিবাহের জন্য কোর্ট ম্যারেজকে অনেকাংশে দায়ী করেন। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সঠিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। আলোচনা সভায় ইউএনও মো. মাসুদ রানা বলেন, কোর্ট ম্যারেজ বিবাহের জন্য কোন বৈধ পন্থা নয় তা সকলকে জানাতে হবে। বয়স ঘোষণা করা আর বিবাহ সম্পন্ন করা এক জিনিষ নয়। তাই কোর্ট ম্যারেজ শব্দটাকে বিবাহ বলা বন্ধ করতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশীদারিত্ব দরকার বলে মনে করেন। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


Explore More Districts