ফটিকছড়িতে বালু বাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল তানিয়া আকতার তানহা (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিয়ানপাড়া এলাকায় এঘটনা ঘটে।নিহত তানিয়া স্থানীয় কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে একই ইউনিয়নের মধ্যম কাঞ্চননগরস্থ ধুরুং ফিরানী মোড় এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে অটো রিক্সা করে বড় বোনসহ মায়ের সাথে তানিয়া ডাক্তারের চেম্বারে যাচ্ছিল। পথিমধ্যে তাদের রিক্সা ছামার দিঘি-কাঞ্চন নগর সড়কের সেয়ান পাড়া নামক এলাকায় পৌছলে পূর্ব দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলি তাদের অটো রিক্সাকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটো রিকশাটি উল্টে যায়, এ সময় রিক্সায় থাকা তিন আরোহী গুরুতর আহত হয়ে কাতরাতে থাকে।
পথচারীরা দ্রুত এগিয়ে এসে তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসসি/সিটিজিনিউজ