বালিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

বালিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

বালিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

 

রাজবাড়ী বার্তা ডট কম : 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জংগল ইউনিয়নের জংগল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১০ জুন) রাত প্রায় ১২টার দিকে ডিউটি অফিসার এসআই আশিকুর রহমান গোপন সূত্রে জানতে পারেন যে, জংগল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বাড়িতে ২/৩ জন ব্যক্তি চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে অবহিত করেন এবং ডিউটি দায়িত্ব সহকর্মী এসআই অমল কুমার বিশ্বাসকে অর্পণ করে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে এসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেফতার করেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুকচাঁদ বিশ্বাস স্বীকার করেন যে, তিনি এবং অন্যান্য পলাতক সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে তা বিক্রি করে আসছেন। স্থানীয়ভাবে জানা গেছে, সুকচাঁদ একজন মোটরসাইকেল মেকানিক এবং তিনি চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার প্রেক্ষিতে বুধবার দুপুরে এসআই আশিকুর রহমানের লিখিত অভিযোগে বালিয়াকান্দি থানায় মামলা (নং-০৫, তারিখ-১১/০৬/২০২৫ ইং) দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

The post বালিয়াকান্দিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts