বালিথুবা পূর্বে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বালিথুবা পূর্বে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বেপারী।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নেয়ামত উল্লা, যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল কবির খান, সদস্য সচিব কাউছার হামিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিউল্যা, সদস্য সচিব ইয়াছিন সর্দার, ছাত্রদলের সভাপতি খান সোহেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. হানিফ কারিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, “আজকের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করছি বিএনপি শুধু অতীত নিয়ে পড়ে নেই, বরং ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।”

বক্তারা আরও বলেন, ফরিদগঞ্জের বিএনপি আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে অতীতের তুলনায় অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে দল আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ জুলাই ২০২৫

Explore More Districts