বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ থানায় তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বালাগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি জানান, তিনি ২০০৩ ব্যাচের কর্মকর্তা। গত ৭ ডিসেম্বর বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর জন্ম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ (দৈনিক যুগান্তর), সহসভাপতি আব্দুস শহীদ (দৈনিক মানবজমিন), সহসভাপতি শাহ মো. হেলাল (দৈনিক কালবেলা ও দৈনিক সবুজ), কোষাধ্যক্ষ জাগির হোসেন (দৈনিক ইনকিলাব), নির্বাহী সদস্য আবুল কাসেম অফিক (দৈনিক রুপালী বাংলাদেশ ও শুভ প্রতিদিন) এবং নির্বাহী সদস্য এম এ কাদির (দৈনিক শ্যামল সিলেট)।
সভায় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বালাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার ওসি তদন্ত এসএম ফয়েজ আহমেদ এর সাথেও এক সৌজন্যে সাক্ষাৎ হয়।


