বালাগঞ্জে মাদরাসা ছাত্র নি-খোঁ-জ

বালাগঞ্জে মাদরাসা ছাত্র নি-খোঁ-জ

বালাগঞ্জে মাদরাসা ছাত্র নি-খোঁ-জ

সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে সাইফুল ইসলাম নামের ১৩ বছরের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে বালাগঞ্জ উপজেলা সদরস্থ নবীনগর এলাকার রিকশা চালক ও দিন মজুর সিরাজ মিয়ার ছেলে। সে উপজেলা সদরস্থ তাহফিজুল কোরআন একাডেমির হিফজ বিভাগের ছাত্র। ওই একাডেমির শিক্ষকরা জানিয়েছেন, ইতোমধ্যে সে ১২পারা হিফজ সম্পন্ন করেছে।

জানা গেছে, ঈদের ছুটিতে সাইফুল বাসাতে ছিল। ছুটি শেষে মাদরাসা খোলার পর ৬এপ্রিল বিকেলে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়ে বালাগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল গেঞ্জি ও পাজামা। কেউ তার সন্ধান পেলে এই মোবাইল নম্বরে ০১৯৯৪-৮৬৮৫৮৮, ০১৮৪৬-৫১৮১৮৮ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, ছেলে নিখোঁজের পর তার বাবা-মা পাগলপ্রায় অবস্থায় বিভিন্ন জায়গায় ছেলেকে হন্যে হয়ে খুঁজছেন।

ডিএস/আরএ

Explore More Districts